বিপিএলের সাতকাহন
বিপিএলের সাতকাহন
ভেতরে হইহুল্লোর, উত্তপ্ত বাক্য বিনিময় এবং নিজেদের দাবির পক্ষে বরিশাল বার্নার্সের মালিকের জোরালো দাবি। বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা মাঝে মাঝে সভা থেকে বেরিয়ে গায়ে প্রকৃতির হাওয়া লাগিয়ে আবার ফিরছিন। কেবল একজন সভা কক্ষের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন। একবার দেখা গেলো পাংশুমুখে। উদ্ভুত পরিস্থিতির সব দায় চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুকেই তো নিতে হচ্ছে। এই হয়েছে এক জ্বালা, যাদেরকে সঙ্গে নিয়ে বিপিএলের টাকার খনিতে দিনের পর দিন শ্রম দিচ্ছেন, তাদের ঝাঁঝালো কথা মুখবুজে সহ্য করতে হয় লিপুকে।
বরিশালের কর্মকর্তাদের দাবির মুখে একপর্যায়ে সিদ্ধান্ত পাকাপাকি, বরিশাল বার্নার্সই সেমিফাইনালে। রাত তখন ২টা ১৯ মিনিট, কাগজ হাতে পেয়ে চটজলদি সম্মতিসূচক সাক্ষর শেষে বরিশালের মালিক পক্ষ সদলবলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ত্যাগ করেন। ওহ বলা হয়নি, সভা চলাকালে কয়েকটি অপরিচিত মুখের দেখা মেলে। খানিকক্ষণ হম্বিতম্বিও করেন, লিপুকে দেখে নেওয়া হবে। তাদের মুখনিসৃত বাক্যেগুলোর ভেতর অশ্রাব্য কিছু শব্দ ছিলো, ইচ্ছের বিরুদ্ধেও উপস্থিত সবাইকে তা কর্ণপাত করতে হয়।
শেষপর্যন্ত কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তখনও চিটাগং কিংসের মালিক পক্ষ উপস্থিত হয়নি। তাদের মিডিয়া ম্যানেজার ইতিউতি ছোটাছুটি এবং হাহুতাশ করছিলেন। আচমকা সদলবলে স্টেডিয়ামে প্রবেশ করেন চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী এবং দলের কোচিং স্টাফ সদস্যগণ। গলাচড়িয়ে প্রতিবাদী হয়ে উঠেন কেউ কেউ। লিপুকে চার্জও করেন। ভাগ্যিস বিপিএল গভর্নিং কাউন্সিলে ভাইস চেয়ারম্যান দেওয়ান শফিউল আরেফিন টুটুল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উদ্ভুত পরিস্থিতির জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দায় এড়াতে পারবেন না। তাদের হাত দিয়েই নিয়ম-অনিয়মের খেলা হয়েছে। গঠনতন্ত্রের ২১.৮ এর ২ ধারায় স্পষ্ট উল্লেখ আছে তিন বা তার চেয়ে বেশি দল হলে, ওই দলগুলোর মধ্যে একে অপরের মধ্যে যে ম্যাচগুলো খেলেছে, সেখানে জয়ের ক্রমানুসারে সেমিফাইনালের দল নির্বাচন করা হবে। সোমবার বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু ওই নিয়মের কথাই সাংবাদিকদের বলেছিলেন। রাতের আধারে আইনের প্রয়োগ হলো উল্টো, তাও গভীর রাতে। সিদ্ধান্ত কার্যকর করতে রাত ২টা পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল এবং টেকনিক্যাল কমিটির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলে।
ভোর হতেই মোবাইলফোন বেজে উঠে। চিটাগং কিংস তাদের বক্তব্য তুলে ধরতে হোটেল রূপসী বাংলায় বেলা ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে। নির্ধারিত সময়ের কিছুটা পরে সংবাদ সম্মেলন হয়। চিটাগং কিংসের স্বত্বাধিকারির বক্তব্যে বেরিয়ে আসে অনেক না শোন না কথা। সামির কাদের চৌধুরী বললেন, ‘আমি একজন মালিক হিসেবে তিন চারবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছি। অপরিচিত ফোন থেকে ওই প্রস্তাব পাওয়ার বিষয়টি বিপিএল দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাই। সম্ভাব্য যে স্পট ফিক্সার ধরা পড়েছে তা আমাদের মধ্যমে, বিপিএলের কর্মকর্তারা ধরেনি। ওই বিষয়টি এখন কি অবস্থায় আছে তাও জানি না। বিপিএল এখন আমার কাছে অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে।’
একদিন পরেই শেষ হচ্ছে বিপিএলের প্রথম আসর। অথচ এখনও ফ্রেঞ্চাইজি দলগুলোর সঙ্গে কোন চুক্তি হয়নি গেম অন বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে। সামির কাদের চৌধুরী তো বলেই দিলেন তারা আর চুক্তি করবেন না, ‘পুরো বিপিএল যেভাবে চলছে তাতে মনে হয় না আমরা চুক্তিতে সাক্ষর করবো। বরং আমাদের টাকা ফেরত দিলে লাল সালাম দিয়ে বিপিএল ছেড়ে চলে যাবো।’
এই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র সাতকাহন। সকালে এক বিকেলে আরেক। খেলার অন্তরালে ব্যবসা। ক্রিকেট বোর্ডের চেয়ে ব্যক্তিবিশেষের আগ্রহই যেখানে বেশি।
বরিশালের কর্মকর্তাদের দাবির মুখে একপর্যায়ে সিদ্ধান্ত পাকাপাকি, বরিশাল বার্নার্সই সেমিফাইনালে। রাত তখন ২টা ১৯ মিনিট, কাগজ হাতে পেয়ে চটজলদি সম্মতিসূচক সাক্ষর শেষে বরিশালের মালিক পক্ষ সদলবলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ত্যাগ করেন। ওহ বলা হয়নি, সভা চলাকালে কয়েকটি অপরিচিত মুখের দেখা মেলে। খানিকক্ষণ হম্বিতম্বিও করেন, লিপুকে দেখে নেওয়া হবে। তাদের মুখনিসৃত বাক্যেগুলোর ভেতর অশ্রাব্য কিছু শব্দ ছিলো, ইচ্ছের বিরুদ্ধেও উপস্থিত সবাইকে তা কর্ণপাত করতে হয়।
শেষপর্যন্ত কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তখনও চিটাগং কিংসের মালিক পক্ষ উপস্থিত হয়নি। তাদের মিডিয়া ম্যানেজার ইতিউতি ছোটাছুটি এবং হাহুতাশ করছিলেন। আচমকা সদলবলে স্টেডিয়ামে প্রবেশ করেন চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী এবং দলের কোচিং স্টাফ সদস্যগণ। গলাচড়িয়ে প্রতিবাদী হয়ে উঠেন কেউ কেউ। লিপুকে চার্জও করেন। ভাগ্যিস বিপিএল গভর্নিং কাউন্সিলে ভাইস চেয়ারম্যান দেওয়ান শফিউল আরেফিন টুটুল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উদ্ভুত পরিস্থিতির জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্মকর্তারা দায় এড়াতে পারবেন না। তাদের হাত দিয়েই নিয়ম-অনিয়মের খেলা হয়েছে। গঠনতন্ত্রের ২১.৮ এর ২ ধারায় স্পষ্ট উল্লেখ আছে তিন বা তার চেয়ে বেশি দল হলে, ওই দলগুলোর মধ্যে একে অপরের মধ্যে যে ম্যাচগুলো খেলেছে, সেখানে জয়ের ক্রমানুসারে সেমিফাইনালের দল নির্বাচন করা হবে। সোমবার বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু ওই নিয়মের কথাই সাংবাদিকদের বলেছিলেন। রাতের আধারে আইনের প্রয়োগ হলো উল্টো, তাও গভীর রাতে। সিদ্ধান্ত কার্যকর করতে রাত ২টা পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল এবং টেকনিক্যাল কমিটির কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলে।
ভোর হতেই মোবাইলফোন বেজে উঠে। চিটাগং কিংস তাদের বক্তব্য তুলে ধরতে হোটেল রূপসী বাংলায় বেলা ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে। নির্ধারিত সময়ের কিছুটা পরে সংবাদ সম্মেলন হয়। চিটাগং কিংসের স্বত্বাধিকারির বক্তব্যে বেরিয়ে আসে অনেক না শোন না কথা। সামির কাদের চৌধুরী বললেন, ‘আমি একজন মালিক হিসেবে তিন চারবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছি। অপরিচিত ফোন থেকে ওই প্রস্তাব পাওয়ার বিষয়টি বিপিএল দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাই। সম্ভাব্য যে স্পট ফিক্সার ধরা পড়েছে তা আমাদের মধ্যমে, বিপিএলের কর্মকর্তারা ধরেনি। ওই বিষয়টি এখন কি অবস্থায় আছে তাও জানি না। বিপিএল এখন আমার কাছে অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছে।’
একদিন পরেই শেষ হচ্ছে বিপিএলের প্রথম আসর। অথচ এখনও ফ্রেঞ্চাইজি দলগুলোর সঙ্গে কোন চুক্তি হয়নি গেম অন বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে। সামির কাদের চৌধুরী তো বলেই দিলেন তারা আর চুক্তি করবেন না, ‘পুরো বিপিএল যেভাবে চলছে তাতে মনে হয় না আমরা চুক্তিতে সাক্ষর করবো। বরং আমাদের টাকা ফেরত দিলে লাল সালাম দিয়ে বিপিএল ছেড়ে চলে যাবো।’
এই হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র সাতকাহন। সকালে এক বিকেলে আরেক। খেলার অন্তরালে ব্যবসা। ক্রিকেট বোর্ডের চেয়ে ব্যক্তিবিশেষের আগ্রহই যেখানে বেশি।
nazmul07npk- Posts : 191
Points : 573
Reputation : 2
Join date : 2012-01-19
Age : 25
Location : Dhaka Cantonment,Dhaka
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» Adam Zampa confirmed by Sylhet Surma Sixers
» Jos Buttler to be paid 2 crore in BPL
» Ticket price of this year’s BPL will be lower
» Sylhet all set to arrange BPL 2017
» Jos Buttler to play the full season of BPL’5 for Comilla Victorians
» New Zealand skipper will play for Sylhet Surma Sixers
» BPL vs T20 Global League clash - Which league will foreigners prefer?
» Confirmed players from each country